Autism Researcher
16-Jan-2024
আমি থাকি কুমিল্লার একটা গ্রামে। আমার আশে পাশে কোন থেরাপী সেন্টার বা স্পেশাল স্কুল নেই। এখান থেকে ঢাকায় গিয়ে আমার অটিজম আক্রান্ত বাচ্চাকে থেরাপী দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আপনার এই অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি আমার জন্য এবং আমার মতো ভুক্তভোগীদের জন্য একটা আশীর্বাদ।
16-Jan-2024
আমার বাচ্চাটা অনেক hyper। অটিজমও আছে। বয়স ৫ বছর ২ মাস। স্কুলে ভর্তি করাতে চেয়েছিলাম। কিন্তু কোন স্কুল তাকে ভর্তি করাচ্ছে না। এই মুহুর্তে আপনার অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি আমার জন্য অনেক helpful হয়েছে।
16-Jan-2024
অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি recorded ভিডিও ক্লাস হওয়ায় আমার মতো কর্মজীবী মায়ের জন্য অনেক সুবিধা হয়েছে। আশা করি, আমার মতো আরও অনেকে কোর্সটি থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।
16-Jan-2024
বাচ্চাকে বিভিন্ন জায়গায় থেরাপী দিতে গিয়ে আমাদের অনেক টাকা ও সময় নষ্ট হয়েছে। কারণ একই থেরাপী প্রতিদিন দিতো ওই থেরাপী সেন্টারে। নতুনত্ব ছিলো না। আমার বাচ্চাটা boring feel করতো। আপু, আপনার এই অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। বাচ্চাকে ম্যানেজ করার বিভিন্ন কৌশল শিখেছি। অনেক ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী আপুকে।
16-Jan-2024
অনেক কিছু শিখতে পেরেছি আপু। আপনার সাথে আরও আগে কেন দেখা হলো না। তাহলে আমি আরও আগে থেকে অটিজম ম্যানেজমেন্ট শিখতে পারতাম।
16-Jan-2024
অটিজম ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমে আমি বেশ কিছু নতুন নতুন কৌশল শিখেছি। যেগুলো আমি বাসায় বসে সহজে কাজে লাগাতে পারবো। আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা নাই। শুধু দোয়া করি।
16-Jan-2024
অনেক দিন ধরেই এমন একটা Platform খুজেছি। বাচ্চাকে দেশে ও দেশের বাইরে অনেক ডাক্তারের কাছে নিয়েছি। এতো ঘুরাঘুরির পর বুঝতে পেরেছি বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে লাভ হবে না। আমাকেই ম্যানেজমেন্ট শিখতে হবে যাতে আমার অটিস্টিক শিশুকে সঠিক ম্যানেজমেন্ট দিতে পারি। এই কোর্স থেকে আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ আপুকে।
16-Jan-2024
অটিজম ম্যানেজমেন্ট কোর্সের ভিডিও দেখতে দেখতে আপনার জন্য দোয়া চলে আসছিলো। বোঝা যায়, আমাদের মতো অটিজম শিশুর বাবা-মায়ের জন্য আপনি অনেক সময় দিচ্ছেন। আপনার এই প্রচেষ্টা সফল হোক- এই দোয়া করি।
16-Jan-2024
প্রায় ৬ বছর ধরে আমার বাচ্চাকে থেরাপী দিয়েই যাচ্ছি এবং দিনের পর দিন আমরা টাকা পয়সা খরচ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি। তাই ঘরে বসে অটিজম ম্যানেজমেন্ট শিখতে পারলে আমার চলার পথটুকু অনেক সহজ হবে বলে আমি মনে করি।
16-Jan-2024
অটিজম আক্রান্ত শিশুদের বাবা-মা কে Autism Management কোর্সের মাধ্যমে Parenting শেখানোর যে উদ্যোগ নেয়া হয়েছে সেজন্য জান্নাতুল ফেরদৌসী আপুর প্রতি আমরা কৃতজ্ঞ।
16-Jan-2024
অটিজম ম্যানেজমেন্ট কোর্সটির মাধ্যমে আমি Autism Management এর অনেকগুলো কৌশল শিখেছি। একটা একটা করে বাচ্চার উপর Apply করবো।ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী আপুকে।